সওদা সেলার এবং কাস্টমারের জন্য টার্মস এন্ড কন্ডিশন গুলো বাংলাদেশ সরকারের অনলাইন ব্যবসা নীতিমালার প্রেক্ষিতে উপস্থাপন করা হয়েছে। সকল সেলার এবং কাস্টমার টার্মস এন্ড কন্ডিশন গুলো যথাযত ভাবে পড়ার অনুরোধ করা হলো।
সওদা কাস্টমার
- সওদা একটি ইন্ডিপেনডেন্ট মার্কেটপ্লেস যেখানে গ্রাহক নিত্যপ্রয়োজনীয় সব ক্যাটাগরির পণ্য ক্রয়ের জন্য দোকানদারের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য ক্রয় করবেন এবং সকল লেনদেন সরাসরি দোকানদারের সাথে করবেন।
- অগ্রিম মূল্য পরিশোধ করে প্রতারিত না হয়ে ফ্রি পিক আপ অথবা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য বুঝে নিন পছন্দের দোকান থেকে।
- নির্দিষ্ট দোকান থেকে পণ্য ক্রয়ের পূর্বে অবশ্যই দোকান এবং পণ্যের রিভিউ দেখে অর্ডার করুন। যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন দোকানদারের সাথে।
- পণ্যে কোনো ত্রুটি কিংবা দোকানদার কর্তৃক গ্রাহক কোনো ভুক্তভোগীর স্বীকার হলে সেই দায়ভার সওদা নিবে না। তবে কোন দোকানদার তার দোকানে উল্লেখিত পলিসি অনুযায়ী ত্রুটিপূর্ণ পণ্য এক্সচেঞ্জ করে দিতে বা রিফান্ড দিতে অস্বীকার করলে গ্রাহক সওদার কাছে ডিরেক্ট লাইভ চ্যাটের মাধ্যমে অভিযোগ করতে পারবেন। সওদা অভিযোগ সত্যতা যাচাই করে দোকানদারকে পেনাল্টিপূর্বক সাময়িক ব্লক করতে পারবেন।
- গ্রাহক যদি অর্ডার করার ৩ দিনের মধ্যে পণ্য ডেলিভারি না পায় সেক্ষেত্রে দোকানদারের কাছে জবাবদিহিতা চাইতে পারবেন। তবে দোকানদার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার ডেলিভারি প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে সক্ষম হোন, তাহলে দেরীতে ডেলিভারির অভিযোগ শিথিল বলে গণ্য হবে।
সওদা সেলার
- সওদা মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের জন্য উপস্থাপনের ক্ষেত্রে পণ্য ও সেবা সংশ্লিষ্ট সকল বিবরণ ও শর্তাবলি যেমন- পণ্য ও মূল্য ফেরতের শর্তাবলি, পরিবর্তন, সরবরাহের সময়সীমা ইত্যাদি বিষয়ে সওদা কর্তৃপক্ষ কর্তৃক সকল শর্তাবলী দোকানদারকে মেনে চলতে হবে।
- সওদা মার্কেটপ্লেসে বিক্রয়যোগ্য পণ্য বা সেবার যথাযথ বিবরণ, যেমন, পণ্যের পরিমাপ, উপাদান, রং, আকৃতি, গুণগতমান ইত্যাদি, মূল্য এবং ডেলিভারি চার্জ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পণ্য বা সেবাকে চিহ্নিত করার জন্য পরিপূর্ণ বর্ণনা যা পণ্য বা সেবাকে চিহ্নিত করতে সক্ষম এমন তথ্যাদি প্রদান করতে হবে।
- সুস্পষ্টতার জন্য বাস্তবসম্মত হলে পণ্যের ছবি, ভিডিও, রং, আকৃতি, পরিমাপ, ওজন, উপাদান ইত্যাদি এবং সেবার ক্ষেত্রে সেবার ধরন, সেবা প্রদান পদ্ধতি, পরিমাপ যোগ্যতা (যদি থাকে) ইত্যাদি তথ্য প্রদান করতে হবে। পণ্যের বিস্তারিত বিবরণ (ব্র্যান্ড, মডেল, country of origin ইত্যাদি) ক্রেতাদের জন্য দিতে হবে যাতে ক্রেতা জেনে-বুঝে পণ্য বা সেবা ক্রয় করতে পারে।
- সওদা এপে বিক্রয়ের জন্য প্রদর্শিত পণ্যের অর্ডার কনফার্ম করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে পণ্য বা পণ্য সামগ্রী ডেলিভারিম্যান বা ডেলিভারি সংস্থার নিকট হস্তান্তর করতে হবে এবং ক্রেতাকে সওদা এপের মাধ্যমে জানাতে হবে।
- পণ্যের অর্ডার কনফার্ম করার পর ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ গ্রহণের পরবর্তী সর্বোচ্চ ০৫ (পাঁচ) দিন এবং ভিন্ন শহরে বা গ্রামে অবস্থিত হলে সর্বোচ্চ ৭ (সাত) দিনের মধ্যে পণ্য ডেলিভারি প্রদান করতে হবে।
- নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ডেলিভারির সময় আরও সংক্ষিপ্ত হবে এবং ক্রেতাকে তা ক্রয়াদেশ গ্রহণের সময় সুস্পষ্টভাবে অবহিত করতে হবে।
- পণ্য বিক্রয় ও সরবরাহের ক্ষেত্রে মার্কেটপ্লেসে প্রদর্শিত পণ্যের মান ও সঠিকতা দোকানের স্বত্বাধিকারীকে নিশ্চিত করতে হবে।
- যেসব পণ্যের ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে, তার জন্য ওয়ারেন্টি বা গ্যারান্টি পিরিয়ড ও সেবা প্রাপ্তির স্থান ও যোগাযোগের বিস্তারিত ঠিকানাসহ অন্যান্য শর্ত সম্বলিত কার্ড বা ডিজিটাল কার্ড পণ্যের সাথে সরবরাহ করতে হবে।
- কোন পণ্যের বা সেবা প্রদান বিষয়ে ক্রেতার অভিযোগ রেকর্ডের যথাযথ ব্যবস্থা রাখতে হবে এবং যেকোন অভিযোগ প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে দোকানদারকে সমাধানের ব্যবস্থা করে ক্রেতাকে ফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে তা জানাতে হবে।
- পণ্যের বা সেবার বিষয়ে ক্রেতা বা অন্য কারও রেটিং এবং মতামত জানানোর ব্যবস্থা প্ল্যাটফর্মে রাখতে হবে যাতে ভবিষ্যতে ক্রেতারা পণ্যের ব্যাপারে অন্য ক্রেতাদের মতামত বা রিভিউ দেখে ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারে। বিক্রেতা প্রতিষ্ঠান বা এর কোন স্টাফ বা বিক্রেতা প্রতিষ্ঠান বা মার্চেন্ট এর সাথে সংশ্লিষ্ট কেউ রিভিউ বা রেটিং এ অংশগ্রহণ করতে পারবে না। এ রিভিউ মুছে ফেলা যাবে না।
- সম্পূর্ণ মূল্য পরিশোধের পর মানুষের নিয়ন্ত্রণ বহির্ভূত কোন কারণে (Force majeure) ক্রেতার চাহিদামতো পণ্য সরবরাহ করা সম্ভব না হলে, অর্ডার দেবার ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতাকে তা ফোন, এসএমএস, ই-মেইল বা সওদা এপের মাধ্যমে জানাতে হবে। এক্ষেত্রে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করতে হবে এবং অন্য কোন পণ্য ক্রয় করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধ্য করা যাবে না।